
জনপ্রিয় ডেস্ক: প্রচণ্ড দাবদাহে বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার জনসভায় আসা দেড় শতাধিক নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের
নীলফামারী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার
সারাদিনই প্রচণ্ড দাবদাহ থাকায় বিভিন্ন জেলা থেকে আসা দেড় শতাধিক নেতাকর্মী অসুস্থ
হয়ে পড়েন। নীলফামারী সদর
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনসভাস্থলে আসা
নেতাকর্মীদের অনেকেই পানি শুন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে
ভর্তি হয়। এদিকে, বৃহস্পতিবার
বিকেল ৪টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য শুরু করলেও জনসভাস্থলে
আসতে পারেননি হাজার হাজার মানুষ। জনসভাস্থলের ১০ থেকে ১২ কিলোমিটার দূরে থেকেই
তাদের শুনতে হয়েছে খালেদার বক্তব্য।
বক্তব্যের
শুরুতেই জোটনেত্রী বলেন, ‘দেশব্যাপী গুম-খুন-নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি, নেতাকর্মীদের
বিরুদ্ধে হামলা-মামলা-গ্রেপ্তার-হয়রানি বন্ধে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে
নির্বাচন দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটিয়ে দেয়া হবে।’ তিনি বলেন, ‘এ অবৈধ সরকারের
অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাদের উপর দেশের জনগণের কোনো আস্থা নেই।
সুষ্ঠু ভোট প্রয়োগের মাধ্যমে মানুষ ভোটাধিকার ফিরে পাবে এটাই আমাদের চাওয়া।’ এদিকে, প্রিয় নেত্রীর
বক্তব্য শোনার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই রংপুর অঞ্চলের বিভিন্ন জেলার
নেতাকর্মীরা ছুটে আসতে থাকেন। শুধু তাই নয় ভোর থেকেই নীলফামারীর বিভিন্ন উপজেলার
হাজার হাজার নারী-পুরুষ জনসভাস্থলে জড়ো হয়। বেলা ১২টার মধ্যেই জনসমুদ্র পরিণত হয়
নীলফামারী শহর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন